রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে

নকল নবিশদের কলম বিরতিতে দলিল গ্রহীতাদের ভোগান্তি

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২২ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয় জেলার রাণীশংকৈলে উপজেলা সাব- রেজিস্ট্রার অফিসের নকল নবিশদের চাকুরী জাতীয়করণের দাবিতে  কলম বিরতি কর্মসূচীর কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে দলিল গ্রহীতাদের।

নকল নবিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষণা ও নির্দেশনা মোতাবেক বুধবার (৩৯তম) দিনেও কর্মবিরতি পালন করেন তারা।এতে জমির দলিলের নকল নিতে আসা গ্রহীতাদের ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ করেন দলিল গ্রাহকরা।

দলিলের নকল নিতে আসা নজরুল ইসলাম নামের এক গ্রহীতা জানান, আমার একটা দলিলের নকল নেওয়ার জন্য একমাস থেকে ঘুরছি। তাদের কলম বিরতির কারণে পাচ্ছি না।

নন্দুয়ার ইউনিয়নের বাসিন্দা ফারুক জানান, জমি রেজিস্ট্রির পরে দলিলের নকলের প্রয়োজন পরে। নকল নবিশদের কলম বিরতির জন্য দলিল সরবরাহ দিতে না পারায় ভোগান্তিতে পরতে হচ্ছে গ্রহীতাদের।

রাণীশংকৈলের নকল নবিশ মানিক বলেন, আমরা কাজ করি সরকারি কিন্তু সরকারের কোষাগার থেকে কোন বেতন ভাতা দেওয়া হয় না।আমাদের কাজের উপর নির্ভর করে আমাদের সম্মানী দেওয়া হয়। যা দিয়ে আমাদের পরিবারে ভরণ পোষণের উপর চাপ পড়ে। তাই সুন্দর জীবন যাপনের জন্য আমাদের চাকরির জাতীয়করণ চাই।

এ বিষয়ে নকল নবিশের জেলা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, সারা দেশের ন্যায় আমাদের উপজেলায় কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যহত থাকবে বলে জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102