ছাতক থানা পুলিশের অভিযানে ০৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মিজবা ওরফে মিজবাহ উদ্দিন (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় এএসআই মোহাম্মদ তোলা মিয়া, এএসআই মো: তোহা সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-২২৬/১০ (ছাতক) কে গ্রেফতার করা হয়। আসামী ছাতক উপজেলার সেওতরপাড়া গ্রামের রজব আলীর পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মিজবাকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।