রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতক
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৩ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে ২০২৩-২৪ অর্থ বছরে বোরো উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদনের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামুল্যে কৃষি বিভাগের  উদ্যোগে উফসী বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলা কৃষি অফিস থেকে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ সহশ্রাধিক কৃষককে উচ্চ ফলনশীল জাতের বীজ প্রদান করা হয়। একই সাথে সুনামগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে ৩শ’ কৃষককে  সরিষা বীজ প্রদান করা হয়েছে।
 ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম উপজেলা কৃষি অফিস চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মধ্যে এসব বীজ তুলে দেন। এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, শোহেব মাহমুদ, আলা উদ্দিন, বিদ্যুৎ তালুকদার, মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষকদের হাতে বীজ তুলে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, সরকার কৃষিক্ষেত্রের উন্নয়ন ও কৃষকের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। এজন্যে কৃষি মন্ত্রনালয়ের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান বিষয়ের উপর দেয়া হচ্ছে প্রশিক্ষণ। কৃষিতে আধুনিক সরঞ্জাম ব্যবহার বৃদ্ধিতে ভর্তুকিতে সরবরাহ করা হচ্ছে আধুনিক কৃষি সরঞ্জাম ফলে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে এগিয়ে যাচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102