ক্ষমতা গ্রহণের পর ওয়েলশ শ্রম সম্মেলনে প্রথম ভাষণে বিতর্কের মুখে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কৃষকদের বিক্ষোভের মুখেও বাজেট নিয়ে আগের সিদ্ধান্তে অনড় থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
কৃষকদের অভিযােগ, এই বাজেট নীতি বাস্তবায়ন পারিবারিক খামারগুলো বিভক্ত হয়ে যেতে পারে, যদিও স্টারমার বলেছেন শুধুমাত্র অল্প সংখ্যক মানুষ প্রভাবিত হবে।
গত শনিবার (১৬ নভেম্বর) দেওয়া এক বক্তব্যে সরকারের প্রথম বাজেটে নেওয়া কর আরোপের নতুন সিদ্ধান্তগুলো রক্ষার অঙ্গীকার করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নর্থ ওয়েলসে আয়োজিত ওয়েলশ শ্রম সম্মেলনে স্টারমার বলেছেন, আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাজেটের সিদ্ধান্তগুলো আমি রক্ষা করে যাব। অর্থনৈতিক বাস্তবতার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে গৃহীত সিদ্ধান্তে আমি সমর্থন করব। আমাদের অর্থনীতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ রূঢ় হলেও আমি নিজের অবস্থানে অনড় থাকব।
সে সময় সম্মেলনস্থলের বাইরে প্রায় ৪০টি ট্রাক্টর জমায়েত হন কয়েকশ কৃষক। তাদের অভিযোগ, নতুন নীতির ফলে আরও বেশি কৃষকের ওপর করের বোঝা বাড়বে। এতে কৃষি খাতের প্রতিযোগিতা আরও কঠিন হয়ে যাবে। এই পরিবর্তনের কারণে কৃষিপণ্য ব্যয়বহুল হয়ে উঠতে পারে। ফলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
স্টারমারের বক্তব্যের প্রতিবাদে আগামী মঙ্গলবার (১৯ অক্টােবর) লন্ডনে বৃহত্তর বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।
গ্যারেথ উইন জোনস নামে এক কৃষক বলেছেন, কৃষকরা স্টারমারকে একটি চিঠি দেবে, প্রধানমন্ত্রীকে সতর্ক করে তারা বলবেন যে হাত আপনাকে খাওয়ায় তাকে কামড় দেবেন না।
নিউজ/ যুক্তরাজ্য / কেএলি