শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

মন্ট্রিয়ল থেকে বিমানের ফ্লাইট চালুর দাবি

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭২ এই পর্যন্ত দেখেছেন

কানাডার মন্ট্রিয়ল থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটের দাবিতে সংবাদ করেছে মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশিরা।রোববার (১৭ নভেম্বর) মন্ট্রিয়ল শহরের একটি প্রার্থনাগারের হল রুমে বাংলাদেশ দূতাবাসের নাগরিক সেবা কার্যক্রম শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশিরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী, কানাডায় বাংলাদেশ দূতাবাসের উপ-হাইকমিশনার কাজী রাসেল পারভেজ, কানাডা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম হাওলাদার ফারুক, বিএনপি ক্যুইবেক প্রাদেশিক শাখার সভাপতি আবদুল মান্নান, ক্যুইবেক বিএনপিরসহ সভাপতি নওশাদুল ইসলাম ও দূতাবাস কর্মকর্তারা।

ফয়সল আহমেদ চৌধুরী বলেন, কানাডার দ্বিতীয় বৃহত্তম শহর মন্ট্রিয়ল ও আশপাশের শহরে প্রায় ৫০ হাজারেরও বেশি বাংলাদেশিদের বসবাস। এই শহর থেকে বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট নাই। কিন্তু টরন্টো থেকে বিমানের সপ্তাহে তিনটি ফ্লাইট ছেড়ে যায় বাংলাদেশের উদ্দেশ্যে।

মন্ট্রিয়ল থেকে বাংলাদেশে যেতে হলে ৬০০ কিলোমিটার দূরের শহর টরন্টো গিয়ে বিমানে যেতে হয়। এতে সময় এবং ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। ভোগান্তি এড়াতে অন্য কোনো দেশের বিমানে বাংলাদেশে যায় প্রবাসীরা। এতে করে রাজস্ব বঞ্চিত হয় বাংলাদেশ বিমান।

তিনি বলেন, মন্ট্রিয়লবাসীর দীর্ঘদিনের দাবি মন্ট্রিয়ল থেকে বাংলাদেশ বিমান যেন সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করে। এতে করে মন্ট্রিয়লসহ আশপাশের শহরে বসবাসরত বাংলাদেশিদের যাতায়াত সহজ হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, কানাডা বিএনপির সহ সভাপতি কামরুল ইসলাম হাওলাদার ফারুক, বিএনপি ক্যুইবেক প্রাদেশিক শাখার সভাপতি আবদুল মান্নান, ক্যুইবেক বিএনপির সহ সভাপতি নওশাদুল ইসলাম। সংবাদ সম্মেলনে মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102