বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে বিজিবির নবনির্মিত বিওপি’র উদ্বোধন অ্যাপার্টমেন্ট কেনার আগে যা জানা জরুরি খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাবেক ছাত্র নেতাদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ রবিউল ইসলাম এর দায়িত্ব গ্রহণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমেরিকান বাংলাদেশি শিশু সার্ভিয়া হাসান ৮ দফা দাবিতে নার্স ও মিডওয়াইফদের প্রতিকী শাটডাউন অনুষ্ঠিত নানা আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস উদযাপিত বাসভবনে লুটপাট ও অগ্নিসংযোগের বিচারের অপেক্ষায় এম এ রহিম সিআইপি ওসামা খান সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত

আবারও গাজায় ৩ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১০৭ এই পর্যন্ত দেখেছেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের আরো ৩ সেনা প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছে। এতে করে গত ১৩ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে নিহত মোট ইসরায়েলি মোট সংখ্যা প্রায় ৮০০ জনে পৌঁছেছে।

সোমবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। নিহত ইসরায়েলি সেনারা হলো- ক্যাপ্টেন ইয়োজেভ প্যাজি (২২), ইদান কেইনান (২১) ও নোয়াম এইতান (২১)। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা উপত্যকায় সংঘর্ষে এক ইসরায়েলি সেনা কর্মকর্তা ও দুজন সেনা সদস্য নিহত হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত ৩ সেনা সদস্যই কেফির ব্রিগেডের ৯০তম ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিল। ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত সামরিক পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সর্বশেষ এই ৩ সেনার মৃত্যুসহ নিহত মোট ইসরায়েলি সৈন্যের সংখ্যা ৭৯৯ জনে পৌঁছেছে। আহত হয়েছে আরও ৫ হাজার ৩৬৫ ইসরায়েলি সেনা।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গত ৫ অক্টোবর থেকে উত্তর গাজায় প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দেওয়ার নামে সেখানে অভিযান চালানোর পাশাপাশি এলাকাটি অবরোধ করে রেখেছে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় দেড় মাস আগে হামলা শুরু হওয়ার পর থেকে উত্তর গাজায় ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102