শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

নবীগঞ্জ প্রেসক্লাবে নতুন ১১ সদস্য নির্বাচিত

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৫৯ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ১১ জন সদস্য গোপন ভোটের মাধ্যম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে নির্বাহী সদস্যদের গোপন ভোটের মাধ্যমে ১২ জন প্রার্থীর মধ্যে ১১ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার সমন্বয়কের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী ও সাবেক সভাপতি মো.ফজলুর রহমান।
নতুন সদস্য হিসেবে নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন- সাগর আহমেদ, ইকবাল হোসেন তালুকদার, নিজামুল হক চৌধুরী, মো. আলাল মিয়া, শাহরিয়ার আহমদ শাওন, অঞ্জন রায়, জুয়েল আহমদ, আশরাফুল ইসলাম চৌধুরী হাসান, গৌছুজ্জামান চৌধুরী, মো. আশরাফুল ইসলাম, স্বপন রবি দাস।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষনা করেন  নির্বাচন পরিচালনার সমন্বয়ক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান। ফলাফল ঘোষনার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, দৈনিক সমকালের মৌলভীবাজার প্রতিনিধি নুরুল ইসলাম, নবীগঞ্জ প্রেস ক্লাবের  সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, রাকিল হোসেন, মো. সরওয়ার শিকদার, মুরাদ আহমদ, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, বর্তমান সহসভাপতি এম এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রমুখ।
বক্তারা দনবীগঞ্জ প্রেসক্লাবে নির্বাচিত নতুন সদস্যগণ ক্লাবের গঠনতন্ত্র মেনে ও প্রেসক্লাব উন্নয়নে ভূমিকা এবং সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102