রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯৫ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দুদকের উদ্যোগে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

“রুখবো দুর্নীতি গড়বো দেশ- হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘দুর্নীতিবিরোধী আলোচনাসভা ও শিক্ষা উপকরণ বিতরণ-২০২৪’।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদক হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ এরশাদ মিয়া।

দুপ্রক শ্রীমঙ্গল এর সভাপতি সৈয়দ নেসার আহমদ এর সভাপত্বিতে ও সদস্য সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান ও দুপ্রকের সাধারণ সম্পাদক আব্দুর রউফ তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপ্রকের সহ সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান, সদস্য ডাক্তার পুষ্পিতা খাস্তগীর ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুর্ধেন্দু ভট্টাচার্য। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী অভিরূপ চৌধুরী ও শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী আনিকা হোসেন।

উল্লেখ্য দুর্নীতি দমন কমিশন দুদকের উদ্যোগে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল জ্যামিতি বক্স, স্কেল, ছাতা, টিফিন বক্স, পানির পট ও খাতা।  ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের স্কাউট ও বিএনসিসির সদস্যরা অনুষ্ঠানের  সার্বিক দ্বায়িত্বে নিয়োজিত ছিল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102