রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

মৌলভীবাজার প্রেসক্লাবের

সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪২ এই পর্যন্ত দেখেছেন

চব্বিশ এর গণ অভ্যুত্থ্যানের অর্জন ধরে রাখা, জেলার সম্বাবনা বিষয়ে জেলা প্রশাসকের সাথে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেন, গত দুই মাস হলো আমি মৌলভীবাজারে এসেছি। এই দুই মাসে প্রায় ৬০ একর অবৈধ জমি উদ্ধার করেছি। অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান চালিয়ে উত্তোলন বন্ধ করেছি।

তিনি আরও বলেন, সরকার আমাকে পাঠিয়েছে জনগণের কাজ করার জন্য। আপনারা আমাকে যে কোন সমস্যা হলে জানাবেন। মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়’র অবকাঠামো তৈরি করতে সংশ্লিষ্ট দতফতরে প্রস্তাব পাঠােেনা হয়েছে। এছাড়াও  শ্রীমঙ্গলে রিসোর্ট, মাধবকুন্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, বাইক্কা বিলসহ জেলার বিভিন্ন স্পটকে আরও আধুনিকায়ন করতেও আমরা কাজ করে যাচ্ছি।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমরা যেটা পারিনি, রাজনীতিবিদরা যেটা পারেনি, ছাত্র-জনতা সেটা করতে পেরেছে। যারা বৈষম্য আন্দোলনের মূল বিষয় থেকে দূরে সরে গিয়ে নিজেদের ফায়দা লুটতে ব্যস্ত তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। নিজেদের আখের গোছাতে ক্ষমতার জন্য লিপ্সুক হয়ে আছি। একবারও আমরা ভাবিনা এ স্বাধীনতা অর্জনে কত শত প্রাণহানি ও অঙ্গহানি হয়েছে। অর্জন ধরে রাখতে এসব নিয়ে গণমাধ্যমে লিখতে হবে, সোচ্ছার হতে হবে।

প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ করসপনডেন্ট ও দৈনিক ইনকিলাব সংবাদদাতা এস এম উমেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, দীপ্ত টিভির প্রতিনিধি বকসী মিছবাহ উর রহমান, বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাবেক প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, টেলিভিশন সাংবাদিকদের প্রতিষ্ঠান ইমজার সভাপতি ও মাছরাঙ্গা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমেদ, দৈনিক দিনকাল প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, দৈনিক রুপালী বাংলাদেশ এর জ্যেষ্ঠ প্রতিবেদেক মো. শাহজাহান মিয়া, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, প্রেসক্লাব সদস্য সচিব ও নিউজ টুয়েনটিফোর এর জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচাররের ভারপ্রাপ্ত সম্পাদক আবদাল মাহবুব কোরেশী।

 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাংবাদিকগণ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102