রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন

পরিবেশ ও প্রকৃতি বাঁচাতে বনে বনভোজন বন্ধ করতে হবে: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৯ এই পর্যন্ত দেখেছেন

পরিবেশ ও প্রকৃতি বাঁচাতে বনে সব ধরনের পিকনিক (বনভোজন) বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় পরিবেশ উপদেষ্টা বলেন, রেভিনিউ যতই আসুক না কেন পরিবেশ-প্রকৃতি বাঁচাতে বনে সব ধরনের পিকনিক (বনভোজন) বন্ধ করতে হবে।

রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু নিয়ন্ত্রণ করতে না পারলে শিগগির পৃথিবীর ৫০ শতাংশ জীববৈচিত্র্য হারিয়ে যাবে।

বনে হাতিদের উসকে দিয়ে কারা ফায়দা নিচ্ছে সেটি খুঁজে বের করার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, খাদ্যের অভাবে হাতিরা লোকালয়ে চলে আসায় কৃষকের ফসল নষ্ট হচ্ছে। যারা বন উজাড় করে হাতিদের আবাসস্থল ধংস করছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

এসময় পলিথিন ব্যাগ, গাড়ির হর্ন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহারেরও আহ্বান জানান তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102