

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৬৩ রানে অলআউট করার পর পাকিস্তান ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় লাভ করেছে। এর ফলে সিরিজে ১-১ সমতা সৃষ্টি হয়েছে।
টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুটা বেশ ভালো হলেও ৭০ রান পর্যন্ত পৌঁছানোর পর পর পর উইকেট হারাতে থাকে অজিরা। হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি ভয়ঙ্কর বোলিং করেন, যার ফলে অস্ট্রেলিয়া মাত্র ৩৫.১ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায়। স্টিভেন স্মিথ ৩৫ রান করেন, যা ছিল দলের সর্বোচ্চ স্কোর। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করে হারিস রউফ ২৯ রানে ৫ উইকেট এবং আফ্রিদি ২৬ রানে ৩ উইকেট নেন।
পাকিস্তানের ওপেনিং জুটিতে সিয়াম আইয়ুব ৮২ রান করে দলের ভিত শক্ত করেন। পরে আব্দুল্লাহ শফিক ৬৪ রানে অপরাজিত থাকেন এবং বাবর আজম ১৫ রানে অপরাজিত থাকেন। পাকিস্তান ১৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।
আগামী ১০ নভেম্বর সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচে দুই দল আবার মুখোমুখি হবে, যেখানে জয়ী দল সিরিজ জয়ের ট্রফি পাবে।