রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন

শমী কায়সার গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৫৪ এই পর্যন্ত দেখেছেন

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে উওরা পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উওরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়।

এর আগে গত ১৪ আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার। এরপর থেকেই আত্নগোপনে ছিলেন এই অভিনেত্রী।

শমী কায়সার নব্বই দশকের একজন নামকরা অভিনেত্রী ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করেছেন। তবে দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে তিনি দূরে ছিলেন। এসময় আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন। দলটির হয়ে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার জন্য বেশ দৌড়ঝাঁপ করেন। তবে তার ভাগ্য সহায় হয়নি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102