বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ

সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরানসহ ২৬ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৭৭ এই পর্যন্ত দেখেছেন

সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, একই মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ ২৬ জনের নাম উল্লেখ করে ১০৩ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। আফিয়া ওভারসিজ নামের প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার আলতাফ খান নামের এক ভুক্তভোগী এ মামলা করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। রাজধানীর পল্টন থানার ওসি মোল্লা মো. খালেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য ইমরান আহমদের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। একইভাবে জৈন্তাপুরের লিয়াকত আলীর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। কামাল আহমদ কারাগারে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। সাবেক জেলা পরিষদ সদস্য তামান্না আক্তার হেনা এবং গোয়াইনঘাটের ফজলুল হকের মোবাইল ফোন খোলা পাওয়া গেলেও তারা কল রিসিভ করেননি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102