দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং তার ছবি জুতাপেটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় উপস্থাপক, মডেল ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১১ অক্টোবর) শিক্ষার্থীদের একটি দল সাকিবের ছবি টানিয়ে জুতাপেটা করে এবং স্টেডিয়াম এলাকায় সাকিববিরোধী গ্রাফিতিও আঁকে।
এ ঘটনার পর শনিবার (১২ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে শ্রাবণ্য বলেন, ‘আমি যখন বাংলাদেশে এ ধরনের মানুষ দেখি, তখন খুবই দুঃখ পাই। আমি তাদের জিজ্ঞেস করতাম, আপনাদের কী এতটুকু বুদ্ধি আছে? সে (সাকিব) কি দেশের ক্রিকেটের জন্য কিছুই করেনি?’
সাকিবকে নিয়ে শ্রাবণ্যের এই পোস্টে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ সাকিবের পক্ষে কথা বলেছেন, আবার কেউ শিক্ষার্থীদের এই পদক্ষেপের সমর্থন করেছেন। তবে শ্রাবণ্য নিজে সাকিবের পক্ষ নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকায় সাকিব আল হাসানকে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভের জেরে তার ছবি টানিয়ে জুতাপেটা করা হয়। যদিও সাকিব এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং তার ক্যারিয়ারের শেষ টেস্টটি দেশের মাটিতে খেলার আকুতি জানিয়েছেন। তবে শিক্ষার্থীদের একাংশ তার এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি, যা থেকে তাদের ক্ষোভ আরো তীব্র হয়েছে।
নিউজ /এমএসএম