শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দিলে ঠেকানোর উপায় নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০৫ এই পর্যন্ত দেখেছেন

শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দিলে ঠেকানোর উপায় নেই। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ভারতের এটি দেয়া নিয়ে প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেছেন। শনিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পররাষ্ট্র উপদেষ্টা এসময় বলেন, ট্রাভেল ডকুমেন্ট যেকোনো দেশ যে কাউকে ইস্যু করতে পারে। সেটা ঠেকানোর কোনো উপায় নেই। এর মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, কোনো মামলায় যদি তাকে (শেখ হাসিনা) আদালত হাজির করতে নির্দেশ দেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের কিছুটা অস্বস্তি ছিল। আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। ওটা ভারতের জন্যও প্রয়োজন। আমাদের জন্যও প্রয়োজন।

বর্তমান সরকার সম্প্রীতিতে বিশ্বাসী জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো রকমের বাধা-বিপত্তি ছাড়াই যেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পালিত হয় সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। কোথাও কোথাও দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102