শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ জয়, এমনটি শুনলে আশ্চর্য হবেন না: সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০৩ এই পর্যন্ত দেখেছেন

জুলাই ও আগস্ট মাসে ছাত্র ও জনতার সম্মিলিত গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই সময়ের আন্দোলনে সরাসরি কোনো নির্দিষ্ট নেতৃত্ব না থাকলেও, পরবর্তী সময়ে আন্দোলনের সফলতার কৃতিত্ব নিতে শুরু করেন অনেকে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা ‘মাস্টারমাইন্ড’ হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন।

তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ একটি ব্যতিক্রমী নাম নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন। তিনি হাস্যরসের ছলে গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে সজীব ওয়াজেদ জয়ের নাম উল্লেখ করেছেন।

সম্প্রতি সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, ‘পত্রিকায় পড়লাম বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ছাত্রজনতার অভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান বলছেন, এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্রদের, কোনো দলের নয়।’

সোহেল তাজ আরো বলেন, কিছুদিন আগে প্রধান উপদেষ্টা দাবি করেছেন, এই অভ্যুত্থানের পেছনের মাস্টারমাইন্ড মাহফুজ। তিনি মজার ছলে যোগ করেন, ‘কয়েকদিন পর যদি শোনা যায় যে মাস্টারমাইন্ড হচ্ছেন সজীব ওয়াজেদ জয়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না।’ তিনি প্রিন্স চার্লসের উদাহরণ টেনে বলেন, ‘আমাদের সবার নিশ্চয়ই মনে আছে, বেচারা প্রিন্স চার্লস কত বছর অপেক্ষা করেছিলেন রাজা হওয়ার জন্য।’

সোহেল তাজের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102