প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা আদেশে ফারুক ওয়াসিফকে দুই বছরের জন্য পিআইবির ডিজি হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে, বিএফইউজের সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহকে দুই বছরের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিউজ /এমএসএম