সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

ফ্লাইটে হংকং যাওয়ার পথে বাংলাদেশির মৃত্যু

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০ এই পর্যন্ত দেখেছেন

রাজধানী ঢাকা থেকে হংকং যাওয়ার পথে ফ্লাইটের ভেতরে এক বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে। ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় ৪৭ বছর বয়সী ওই যাত্রী আকস্মিকভাবে অজ্ঞান হয়ে যান। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।  হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। খবর: সাউথ চায়না মর্নিং পোস্টের।

হংকং পুলিশ বলেছে, তারা বুধবার সকাল ৮টার কিছুক্ষণ পরে খবর পান। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, লোকটি ঢাকা থেকে আসা ফ্লাইট সিএক্স৬৬২-এ  অজ্ঞান হয়ে যান। কর্মকর্তারা ঘটনাস্থলেই লোকটিকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ২টায় ছেড়ে বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকং পৌঁছায়। ক্যাথে প্যাসিফিক পরে নিশ্চিত করেছে ঢাকা-হংকং ফ্লাইটে প্রি-ল্যান্ডিং চেকের সময় যাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102