মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী? ৫ আগস্ট ছাত্র জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর দেশজুড়ে বড় আকারে ‘মব জাস্টিস’ শুরু হয়। বাংলাদেশে এই আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা আগেও দেখা গেছে। তবে সেটা ছিল কথিত চোর-ডাকাতকে গণপিটুনি দেয়ার ঘটনা। কিন্তু এবার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা কর্মকর্তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা, মারপিট করে তাড়িয়ে দেয়া, আদালত এলাকায় আসামিদের ওপর হামলা, কোথাও কোথাও পিটিয়ে, কুপিয়ে হত্যার মতো ঘটনাও ঘটেছে।
সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাজধানীসহ সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত আগামী দুই মাস বলবৎ থাকবে।
১০০০ কোটি টাকা বিদেশে পাচার, সালমান এফ রহমানসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা
রপ্তানি বাণিজ্যের আড়ালে মানিলন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০০০ কোটি টাকা) বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। বুধবার (১৮ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য জানান।
নিলামে উঠছে ৪৪ এমপির বিলাসবহুল গাড়ি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৪৪টি বিলাসবহুল গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের কারণে এমপিরা গাড়িগুলো খালাস করতে পারেননি। আওয়ামী লীগ সরকার টিকে গেলে ৪০০ কোটি টাকার এই গাড়িগুলো বিনা শুল্কে ছাড়াতে পারতেন তারা।
মেট্রোরেল চলাচল স্বাভাবিক হলো
অবশেষে প্রায় ১১ ঘণ্টা পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল। এখন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ট্রেন চলছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
চাঁদাবাজদের বিপক্ষে হঠাৎ উত্তাল মিরপুর
রাজধানীর মিরপুরে চাঁদাবাজদের বিপক্ষে হঠাৎ করে আবার উত্তাল হয়ে উঠেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর দুই মডেল থানা থেকে মিরপুর-১ পর্যন্ত চাঁদাবাজদের বিপক্ষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বেনজীর-শহিদুলের বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিকর্মী আবুল হোসেনকে (৪০) ক্রসফায়ারে হত্যার অভিযোগে পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও শহীদুল হকের বিরুদ্ধে হওয়া মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
যেভাবে, যাদের ‘ম্যানেজ’ করে দেশ ছাড়ছেন আ.লীগের নেতারা
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পরও আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করছেন। ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
শেখ হাসিনাকে ‘আপা, আপা’ বলা সেই তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নিলো আ.লীগ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে ‘আপা, আপা’ বলা সেই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে তানভীর কায়সার নামে সেই কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প নিয়ে যে আশ্বাস দিলো রাশিয়া
অন্তর্বর্তী সরকারের প্রতি রাশিয়া সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। একইসঙ্গে রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সমাপ্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
ড. ইউনূসের প্রথম একনেক সভায় অনুমোদন পেলো যে ৪ প্রকল্প
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বুধবার ৪টি প্রকল্প অনুমোদন করেছে। প্রধান উপদেষ্টা এবং একনেক-এর চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়, তেজগাঁও-এ অনুষ্ঠিত একনেক-এর সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
কমতে শুরু করেছে পেঁয়াজের দাম
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে কম শুল্কে ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৪টি ট্রাকের মাধ্যমে ১২৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। এর ফলে কমতে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম। বর্তমানে দেশি পেঁয়াজ ৫ টাকা কমে ১০৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।