আলাদীনের চেরাগ হাতে পাওয়া দুর্নীতির রাজকুমার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ বিভিন্ন দেশ ঘুরে এখন আশ্রয় খুঁজছেন অস্ট্রেলিয়ায়। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পর্তুগাল কোথাও যেন শান্তি মিলছে না! তাই পরিবারের সদস্যদের নিয়ে এখনকার মতো অস্ট্রেলিয়ায়ই আবাস গেড়েছেন। রূপকথাকেও হার মানিয়ে দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন একসময়ের অত্যন্ত পরাক্রমশালী এই পুলিশ কর্মকর্তা বেনজীর। প্রচার আছে, পোশাকি সৎ মানুষের আড়ালে তিনি ঘণ্টায় ঘণ্টায় ঘুষের রেট বদলাতেন।
সবার চোখে ধুলা দিয়ে অবৈধ টাকায় ধন-সম্পদের এক মহা-সাম্রাজ্য গড়ে তোলে বেনজীর। কিন্তু শেষ পর্যন্ত তার গোপন সাম্রাজ্যের তথ্য প্রকাশ্যে এলে গোপালগঞ্জের সাভানা পার্ক, রূপগঞ্জের বাংলো, মাদারীপুরের ফসলি জমিসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সাম্রাজ্য এক ঝটকায় ক্রোক করে সরকার। দুর্নীতির খবর চাউর হওয়ার পর গোপনে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন বেনজীর। সরকারের হাতে যাওয়ার পর কী অবস্থায় আছে বেনজীরের এই বিপুল বাড়ি, ফ্ল্যাট, ধন-সম্পদ, টাকা-পয়সা? মানুষের মধ্যে এখনো এই নিয়ে চলছে জোর আলোচনা।
এদিকে বেনজীর ও তাঁর স্ত্রী এবং তাঁদের দুই মেয়ের মোট ৪৩ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ১৫২ টাকা মূল্যের অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এখন শুধু কমিশনের অনুমোদন পেলেই মামলাটি করা হবে। তবে গত মাসে পালিয়ে থেকেই নিজের সম্পদের বিবরণী দাখিল করেছেন বেনজীর আহমেদ। ফলে পলাতক থেকে তাঁর সম্পদ বিবরণী দাখিল করাটা গ্রহণ করা হবে কি না তা নিয়ে আইনি মতামতে আটকে আছে তার বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম। আর কমিশন বেনজীরের সম্পদ বিবরণী গ্রহণ করলে তা যাচাই-বাছাই করতে যথেষ্ট সময়ের দরকার হবে। দুদক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
গেল এপ্রিলে স্ত্রীর চিকিৎসার নাম করে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছিল বেনজীর ও তাঁর পরিবার। সেখান থেকে তাঁরা নিজেদের কেনা মালয়েশিয়ার বাড়িতে গিয়ে ওঠেন। এরপর তারা মালয়েশিয়া থেকে সপরিবারে চলে যান দুবাইয়ে। সেখানে পরিবারের সদস্যদের রেখে পর্তুগালে পাড়ি জমান বেনজীর। সর্বশেষ বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে অবস্থান করছেন। গেল ৮ সেপ্টেম্বর সিডনিতে তিনি একটি ঘরোয়া মিটিং করেছেন। সেখানে ওই দেশের নির্বাচনে অংশ নিতে চলেছেন এমন কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন। সেই আলোচনার একটি ছবি গণমাধ্যমের হাতে এসে পৌঁছেছে। এ ছাড়া ওই দেশে অবস্থানরত বাংলাদেশি জনগণ অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেনজীরের পালিয়ে আসার বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন বলেও জানা গেছে।
নিউজ /এমএসএম