বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

গভীর রাতে সারজিসের কড়া হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৪০ এই পর্যন্ত দেখেছেন

রাজপথ এবং ফেসবুক, দু’ক্ষেত্রেই তিনি সমানে সমান এক সক্রিয় প্রতিবাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি প্রতিনিয়ত বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে একের পর এক জ্বালাময়ী পোস্ট দিয়ে চলেছেন। এবারও এর ব্যতিক্রম হয়নি।

আজ বুধবার গভীর রাতে ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি বিসিএসে প্রশ্নফাঁসকারী এবং এর সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সর্বোচ্চ ব্যবস্থা দেওয়া ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘একটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাশ করা যে কতটা অক্লান্ত পরিশ্রম ও সৌভাগ্যের বিষয় তা শুধু তারাই জানে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়।

৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল এবং যারা সেই প্রশ্নগুলো কিনেছে সে সকল কালপ্রিটদের তথ্য নিয়ে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া ও শাস্তির আওতায় আনা হোক।

কিন্তু বাকি ১০ হাজারের অধিক শিক্ষার্থী; যারা মেধা, পরিশ্রম এবং যোগ্যতা দ্বারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে; ওই কালপ্রিটদের জন্য তাদের সাথে এত বড় অন্যায় করা কখনোই যৌক্তিক সমাধান হতে পারে না। এ দূর্নীতির দায় আপনাদেরকেই নিতে হবে ৷

তাই পিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে স্পষ্ট ভাবে বলতে চাই, যারা এই প্রশ্ন ফাঁস এবং প্রশ্ন ক্রয়ের সাথে জড়িত ছিল তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনুন৷

কিন্তু অন্য দশ হাজারের অধিক শিক্ষার্থীদের জীবন থেকে এক বছর নষ্ট করার কোন অধিকার আপনাদের নেই।’

এরআগেও বিভিন্ন সময় বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন এই তরুণ নেতা। যেখানে দেখা গেছে, অসংখ্য মানুষ তার স্ট্যাটাসে লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102