রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :

এবারো ‘১৫ আগস্ট’ শোক দিবস পালন করা হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ জানিয়েছে, এবারো ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে। রবিবার (১২ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় দলটির জেলা সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রামের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেছে দলটি।

তিনি বলেন, সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়। তাদের কাজ করতে সহায়তা করতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এরপরও যদি কোনো নেতা বা কর্মী বিশৃঙ্খলা করেন, তাহলে জেলা আওয়ামী লীগ তার দায়দায়িত্ব নেবে না।

তিনি আরো বলেন, ‘অন্যান্য বছর যেভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়, এ বছরও শোক দিবস সেভাবেই পালন করা হবে।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ,  সহযোগী ও অঙ্গসংগঠনের সব স্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিল-মিটিং করার নির্দেশনা দেয়া হয়েছে। মিছিল বা মিটিংয়ে কোনো দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা প্রদর্শন করা যাবে না। গত কয়েকদিন যাবৎ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ হয়েছে। কিন্তু গত শনিবার (১০ আগস্ট) কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এটি কোনোভাবে মুজিব আদর্শের সৈনিকদের কাছে আমাদের কাম্য নয়। মনে রাখবেন রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের শত্রু নয়। তাদের প্রতি কোনো প্রকার শক্তি প্রদর্শন করা যাবে না। রবিবার সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সব প্রকার অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এরকম কোনো অঘটন ঘটলে তার দায় জেলা আওয়ামী লীগ নেবে না। আমরা তাকে দুষ্কৃতকারী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আপনারা জেনে খুশি হবেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনা ভালো আছেন। আমাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। তিনি শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে নির্দেশনা দিয়েছেন। কোনোরকম বিশৃঙ্খলা না করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সবার প্রতি অনুরোধ করেছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102