রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আসতে শুরু করেছে বিভিন্ন থানায় বিক্ষুব্ধ জনতার হাতে নিহত পুলিশ সদস্যদের লাশ। ডিএমপির বিভিন্ন থানায় অর্ধশতাধিক পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ সদস্যরা।
এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি ঘোষণা করেছেন। কেউ কেউ পুরো বাহিনীর সংস্কার দাবি করেছেন। হামলার শঙ্কায় ব্যারাকে থাকা পুলিশ সদস্যরাও পালাতে শুরু করেছেন।
মঙ্গলবার রাজারবাগ ছেড়ে পালাতে থাকা একাধিক পুলিশ সদস্য এসব তথ্য জানিয়েছেন।
তারা জানান, রাজারবাগ পুলিশ লাইন্সে দুপুর পর্যন্ত যাত্রবাড়ী থানার ৮ জন পুলিশ সদস্যের লাশ এসে পৌঁছেছে। অন্যান্য থানার লাশও আসছে।
সোমবার রাতে পুলিশের বিভিন্ন থানা ও ব্যারাকে হামলা হয়। ফের হামলা হতে পারে বলে ধারণা পালিয়ে যাওয়া পুলিশ সদস্যদের।
এক পুলিশ সদস্য বলেন, এ বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কেউ বর্তমানে নিরাপদ নয়। তাই বাড়ি চলে যাচ্ছি। প্রয়োজনে কৃষি কাজ করবো, তবু বাহিনী সংস্কার হওয়ার আগে ফিরবো না।
এ বিষয়ে জানতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
নিউজ /এমএসএম