শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

১৩ মাস পর সিংহাসনে ফিরলেন ইংল্যান্ডের জো রুট

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৭৭ এই পর্যন্ত দেখেছেন

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের ব্যাটারদের তালিকায় ফের শীর্ষে ফিরেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে সরিয়ে ৮৭২ রেটিং নিয়ে ১৩ মাস পর সিংহাসন পুনঃদখল করলেন রুট। গত বছরের জুনে সবশেষ শীর্ষে ছিলেন তিনি।

বুধবার (৩১ জুলাই) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরেন রুট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ টেস্ট সিরিজে ২৯১ রান করেন রুট। বার্মিংহামে সিরিজের শেষ টেস্টে ৮৭ রান করেছিলেন। এ ইনিংস খেলার পথে টেস্টে সপ্তম ও ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১২ হাজার রান পূর্ণ করেন তিনি।

এদিকে ৮৫৯ রেটিংয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন উইলিয়ামসন। তবে পাকিস্তানের বাবর আজম, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও ভারতের রোহিত শর্মার একধাপ করে উন্নতি হয়েছে। এ ছাড়া ৪ ধাপ পিছিয়ে সপ্তমস্থানে নেমে গেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

ব্যাটারদের তালিকায় মুশফিকুর রহিম বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন। ৬৩৪ রেটিং নিয়ে ২৫তম স্থানে আছেন তিনি।

বোলার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এ তালিকায় বাংলাদেশের সেরা স্পিনার তাইজুল ইসলাম। ৬৫৪ রেটিং নিয়ে ১৬তম স্থানে আছেন তিনি।

অলরাউন্ডারদের মধ্যে ভারতের রবীন্দ্র জাদেজা শীর্ষস্থান ধরে রেখেছেন । অন্যদিকে ৩১০ রেটিং নিয়ে তিনে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102