শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৪৩৫ এই পর্যন্ত দেখেছেন

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল শনিবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ আছে। আজ রোববার সকাল নয়টা পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি। ফেরি বন্ধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী নৈশকোচসহ কয়েক শ গাড়ি নদী পারের অপেক্ষায় আছে। পাটুরিয়া ঘাট প্রান্তেও কয়েক শ গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে।

এই খবরের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহাবুব আলী সরদার বলেন, সপ্তম দিনের মতো গতকাল সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সামনের কিছুই যখন দেখা যাচ্ছিল না, তখন রাত ১০টা থেকে কর্তৃপক্ষ ফেরি বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া কয়েকটি ফেরি দুর্ঘটনা এড়াতে মাঝনদীতে নোঙর করে রাখা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ফেরি ছাড়ার প্রস্তুতি নিয়েও আর ছাড়তে পারেনি। এক সপ্তাহ ধরে এভাবে কুয়াশা পড়ায় এ পথে নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মাহাবুব আলী সরদার আরও বলেন, কুয়াশা না কমা পর্যন্ত ফেরি চালু হওয়ার সুযোগ নেই। অনেক বেলা হলেও এখনো বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। যে কারণে কেউ ঘর থেকে ঠিকমতো বের হতে পারছে না। তবে ধারণা করা হচ্ছে, বেলা ১১টার আগে ফেরি ছাড়ার সুযোগ কম। ফেরি বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীবাহী নৈশকোচসহ অন্য গাড়ি নদী পাড়ি দিতে পারছে না। ঢাকাগামী এসব গাড়ি ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আটকা পড়ে। ঘাটের জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার লম্বা লাইনে কয়েক শ যানবাহন আটকা পড়েছে। একইভাবে পাটুরিয়া প্রান্তেও ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক শ গাড়ি আটকা পড়ে। তীব্র শীত ও ঘন কুয়াশায় আটকে থাকা যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102