সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে মহিমান্বিত ও অলৌকিক রাত শবে মেরাজ শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক

জিতেছে রোমা, ড্র করেছে টটেনহ্যাম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৩ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: নতুন শুরু হওয়া ইউরোপা কনফারেন্স লিগের প্রথম ম্যাচে ইংলিশ দল টটেনহ্যাম হটস্পার ২-২ গোলে ড্র করেছে রেনের সাথে। হোসে মরিনহোর রোমা বড় ব্যবধানে সিএসকেএ সোফিয়াকে বড় ব্যবধানে পরাজিত করেছে। ইউরোপা কনফারেন্স লিগ তৃতীয় সারির প্রতিযোগিতা, যা নতুনভাবে প্রবর্তন করেছে ইউইএফএ। চ্যাম্পিয়ন্স লিগ প্রথম সারির এবং ইউরোপা লিগ দ্বিতীয় সারির প্রতিযোগিতা।

ইউরোপা লিগে ওয়েস্ট হ্যাম ২-০ গোলে ডায়নামো জাগরেবকে পরাজিত করেছে। এছাড়া লিস্টার ২-২ গোলে ড্র করেছে ন্যাপোলির সাথে।

রেনের বিপক্ষে ম্যাচে টটেনহ্যাম ছিল নিস্প্রভ। যদিও ম্যাচের প্রথম দিকে লিড নিয়েছিল টটেনহ্যামই। লুকাস মাউরার শট রেনের লোইচ বেডের গায়ে লেগে জালে যায়। তবে দুই গোল করে লিড নেয় রেনে। ফ্লাভিয়েন টেইট এবং গায়েটান ল্যাবোরডে গোল করে ২-১ গোলে এগিয়ে দেন রেনেকে। তবে এর পরপরই পিয়েরি এলি হোইবার্ড সমতা ফেরান। মাউরা এবং স্টিভেন বার্গউইন আহত হয়েছেন। এছাড়া আগে থেকেই পায়ে সমস্যা রয়েছে সন হিউং মিনের। রোববার চেলসির সাথে খেলার আগে খেলোয়াড়দের ইনজুরি নিয়ে চিন্তিত কোচ নুনো এসপ্রিটো স্যান্টো।   ইটালিয়ান দল রোমার কোচের দায়িত্ব নিয়ে হোসে মরিনহো দলটিকে দারুন ভাগে গড়ে তুলছেন। তার দল বৃহস্পতিবার ৫-১ গোলে হারিয়েছে সিএসকেএ সোফিয়াকে। যদিও সোফিয়াই প্রথম গোল করেছিল। কিন্তু এর পর রোমা দারুনভাবে ঘুরে দাড়িয়ে করে ৫টি গোল। দুটি গোল করেন লরেঞ্জো পেলেগ্রিনি, এলশারউই, জিয়ানলুকা মানচিনি এবং টামি আব্রাহাম একটি করে গোল করেন।

জার্মানির ইউনিয়ন বার্লিন ৩-১ গোলে স্লাভিয়া প্রাগের কাছে হেরে গেছে। ইউরোপা লিগে ন্যাপোলি ২-২ গোলে ড্র করেছে লিস্টার সিটির সাথে। ন্যাপোলির হয়ে জোড়া গোল করেন ভিক্টর ওশিমেহন। লিস্টার সিটি ২-০ গোলে এগিয়ে গিয়েও সে অগ্রগামীতা ধরে রাখতে পারেনি। ওয়েস্ট হ্যাম ২-০ গোলে পরাজিত করেছে ডায়নামো জাগরেবকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102