সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বৃটেনের লন্ডন শহরে অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুল ইউকে কমিউনিটির উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের এ মিলনমেলায় বিশিষ্ট কমিউনিটি নেতা মাহমুদ হাসান এমবিই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষক ও যুক্তরাজ্যপ্রবাসী ফজলুর রহমান।
মারুফ হাসান ও জুয়েল চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে ডক্টর আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেইন, পারভেজ কুরেশি বিইএম, বিবিসিসিআই’র প্রেসিডেন্ট রফিক হায়দার, আলিমুজ্জামান, সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, এম বদরুজ্জামান, আব্দুল করিম, মুমিতুর রেজা চৌধুরী , মহসিন রেজা, শাহীন মোস্তফা, সাবুল জামান, মাফিজুর রব, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, এহতেশাম উদ্দিন বুলবুল সহ বৃটেনে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কমিউনিটির উন্নয়ন, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মকবুল আহমেদ, মাহমুদ হাসান এমবিই, ডক্টর আনসার আহমেদ উল্লাহ, রফিক হায়দার, শাহীন মোস্তফা, এহতেশাম উদ্দিন বুলবুল, পারভেজ কুরেশি, আহ্বাব হুসেইন, ফেরদৌস আহমেদ, আহাদ চৌধুরী বাবু ও সাবুল জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শুরুতে চৌধুরী মাজদুস সুবহান রন্টি দি এইডেড হাই স্কুলের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন মূল বক্তব্য উপস্থাপন করেন। এরপর প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের স্কুলজীবনের স্মৃতি ও বিভিন্ন অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, আমি নিজেও এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী। দীর্ঘদিন পর সবাইকে একসঙ্গে পেয়ে আমি আনন্দিত। এছাড়াও অতিথিরা তাদের বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আগামী সামারে আরও বড় পরিসরে পুনর্মিলনী আয়োজনের আহ্বান জানান। একই সঙ্গে ২০২৮ সালে স্কুলের শতবর্ষ উপলক্ষে একটি বড় পরিসরের আয়োজনের আশা প্রকাশ করেন।
শেষ পর্বে নির্মাণ স্কুল লেজেন্ডস ট্রফি ইউকে ২০২৫ টুর্নামেন্টে রানারআপ হওয়া দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি অতিথিদের মাঝে স্মারক উপহার বিতরণ করা হয়।
মামুনুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মিলনমেলাটি রাতের খাবার পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।