শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

পঞ্চগড়ে ট্রেনের নিচে পড়ে যুবকের মৃত্যু

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে স্পেশাল ট্রেনের নীচে কাটা পড়ে আখিরুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পরই রেললাইনে স্লিপার ফেলে এবং অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটে পঞ্চগড় সদর উপজেলা ধাক্কামারা টেঙ্গনমারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আখিরুল মাগুড়া শিপাইপাড়া এলাকার আবুল হোসেন ছেলে। তিনি পেশায় একজন গাড়ি চালক। তিনি সপরিবারে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফিরছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রাত ৮টা ১০ মিনিটে স্পেশাল ট্রেনটি পঞ্চগড় স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এই ট্রেনের তথ্য জানতেন না স্থানীয়রা। এমনকি গেট ও গেটম্যান না থাকার পাশাপাশি ট্রেনটি কোনো হুইসেলও দেয়নি বলে দাবি তাদের।
ট্রেনটি টেঙ্গনমারির কাছাকাছি পৌঁছালে পাশের সড়ক থেকে মাইক্রোবাস নিয়ে রেললাইন পাড় হতে গিয়ে লাইনের ওপর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তড়িঘড়ি করে গাড়ি থেকে নিজের পরিবারের সবাইকে নামিয়ে দিয়ে কয়েকজনকে নিয়ে ঠেলে গাড়িটি লাইন থেকে সরাতে পারলেও নিজে পড়ে যান লাইনের ওপর। মুহূর্তেই তার শরীরের ওপর দিয়ে চলে যায় ট্রেনটি।
এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় রেলওয়ের স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম। তিনি জানান, এ ঘটনার পর একতা এক্সপ্রেস স্টেশন ত্যাগ করলেও স্থানীয়দের তোপের মুখে পড়ে। এরপর আবারও স্টেশনে ফিরে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাত ১১টা ২০মিনিটে সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102