শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

শ্রীমঙ্গল থানায় জিডি

সাংবাদিকসহ ছয়জনকে হত্যা ও গুমের হুমকি

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সাংবাদিক, জুলাই যোদ্ধা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাসহ ছয়জনকে হত্যা ও গুমের হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই হুমকিকে কেন্দ্র করে উপজেলায় ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গত রোববার রাতে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা যায়, গত রবিবার(২১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ‘নো ক্যাপশন’ নামের একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে এই হুমকি দেওয়া হয়।

থানার দায়েরকুত জিডির বর্ণনা অনুযায়ী, রোববার বেলা দুপুরে ‘নো ক্যাপশন’ নামের একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা ও ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি মো. মুজাহিদুল ইসলামের ফেসবুক ম্যাসেঞ্জারে হত্যার হুমকি পাঠানো হয়। ওই বার্তায় মুজাহিদুল ইসলামসহ দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. এহসানুল হক, মৌলভীবাজার জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ তন্ময়, যুবশক্তি পরিষদ শ্রীমঙ্গলের আহ্বায়ক আহমেদ নাঈম সাকিব, জেলা এনসিপির সদস্য হায়দার আলী, ছাত্রদল কর্মী নাহিম আহমেদকে তালিকাভুক্ত করে হত্যার হুমকি পাঠানো হয়েছে।

মুজাহিদুল ইসলাম বলেন, ‘গত রবিবার আমাকেসহ মোট ছয়জনকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। বিষয়টি থানার ওসিকে জানালে জিডি করার পরামর্শ দেওয়া হয়। আমরা ছয়জন থানায় উপস্থিত হয়ে জিডি করেছি।’

শ্রীমঙ্গল থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান , এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। শ্রীমঙ্গল থানার পুলিশ ও সিআইডি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। প্রাপ্ত তথ্য ও স্ক্রিনশট যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি এহসানুল হক জানান, তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনিয়ম, দুর্নীতি ও অপরাধ চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছেন। এসব সংবাদ প্রকাশের জের ধরে একটি মহল তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে হুমকি দিচ্ছে।

তিনি আরও বলেন, এর আগেও সড়কে আমাকে মোটরসাইকেল দিয়ে প্রতিরোধ করে হামলার চেষ্টা করা হয়েছিল। মাদকবিরোধী সংবাদ প্রকাশের পর মাদকচক্র আমার বাসার সামনে এসে পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করেছে। এসব ঘটনায় একাধিকবার জিডি করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নতুন করে হত্যার হুমকিতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102