শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

হবিগঞ্জ জেলার নবীগঞ্জের

বিবিয়ানা বিদ্যূৎ কেন্দ্রে হঠাৎ আগুনে আতঙ্কে এলাকাবাসী

এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের  বৃহত্তর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সামিট পাওয়ার এর ৯৫০ মেঘাওয়ার্ড বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিস ও পাওয়ার প্লান্টের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রনে আসে।  তবে এলাকাবাসীদের মধ্যে এই অগ্নিকান্ডের ঘটনায় তীব্র আতংক ছড়িয়ে পড়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নযন বোর্ড (পিডিবি) এর নিয়ন্ত্রণাধীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিবিয়ানা-১ এর জন্য বরাদ্দকৃত খালি জায়গায় রাখা ময়লা আর্বজনা ও পুরাতন মালের স্তুপে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে  জ্বলতে দেখা যায়। এসময় আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে পাওয়ার প্লান্টের ভিতরের লোকজনের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়ে।
জানাযায়, ঐ খালি জায়গায় বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত পরিত্যক্ত ফিল্টার, মালামাল ও শুকনো ঘাস থাকায় ঐখানে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এসময় আগুনের লেলিহান শিখা ১৫/২০ ফুট উচুতে উঠে। এসময় তাৎক্ষনিকভাবে  বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিজস্ব ফায়ার সার্ভিসের দল ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হাবিব মিয়ার নেতৃত্বে আরেকটি দল এসে তাদের যৌথ চেষ্টায় প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী আব্দুল মান্নান জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের ফায়ার সার্ভিসের লোকজন ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন যৌথভাবে চেষ্টা করে আগুনি নিয়ন্ত্রনে আনেন।

তিনি বলেন, খালি জায়গায় বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত পরিত্যক্ত ফিল্টার, মালামাল ও শুকনো ঘাস থাকায় ঐখানে কে বা কারা আগুন লাগিয়ে দেয় বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102