

মৌলভীবাজার জেলার বিশিষ্ট সাংবাদিক
কবি ও সমাজসেবক দৈনিক মুক্তখবরের জেলা প্রতিনিধি, দৈনিক মনুকুলের কাগজের সম্পাদক ও প্রকাশক মৌলভীবাজার প্রেসক্লাব এর সদস্য মোস্তাক চৌধুরী শারিরীক অসুস্থতা নিয়ে গত বুধবার (১২ই নভেম্বর) থেকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি আছেন।
প্রফেসর ডাঃ মাসুদ জিয়া চৌধুরীর তত্ত্বাবধানে উনার চিকিৎসা চলছে। আগামী সপ্তাহে তার হার্টের বাইপাস সার্জারী করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তার সফল অস্ত্রোপচার এর জন্য তিনি বন্ধু-বান্ধব, সহকর্মী, শুভানুধ্যায়ী ,ভাই-ভাতিজা সহ সকলের কাছে দোয়ার দরখাস্ত করেছেন।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়াল্ড ওয়াইড এর পক্ষ থেকে সংগঠন এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, মৌলভীবাজার জেলা শাখার প্রেসিডেন্ট সৈয়দ নওশের আলী খোকন, সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব, ও ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক ও সমাজসেবক মোস্তাক চৌধুরীর পুরাপুরি সুস্থতা কামনায় দোয়া করার জন্য দেশে বিদেশে বসবাসকারী সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।