মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

এসাইলাম সিস্টেমে আসছে নতুন নিয়ম

কামাল এইচ মেহেদি
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৬ এই পর্যন্ত দেখেছেন

এসাইলাম সিস্টেমে ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে বৃটিশ সরকার। সোমবার থেকে যেসব পরিবর্তনের ঘোষণা আসতে যাচ্ছে তা হলো

* অনুসরণ করা হবে ডেনমার্কের পদ্ধতি।
* অনিশ্চিত হয়ে যাবে ২০০৫ সালে ইইউ আইনের মাধ্যমে প্রবর্তিত এসাইলামদের হাউজিং এবং সাপ্তাহিক ভাতা প্রদান।
* অর্থাৎ এর কোন গ্যারান্টি থাকবে না — পেতেও পারেন নাও পেতে পারেন!
* যাদের যুক্তরাজ্যে কাজের অধিকার আছে এবং নিজেদের ভরণপোষণ করতে পারে, ডেনমার্ক সিস্টেম অনুযায়ী তারাও হাউজিং এবং ভাতা সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
* আইন ভঙ্গকারী এসাইলাম আবেদনকারীর এই ধরনের সহায়তা প্রত্যাহার করা হতে পারে।
* শরণার্থী মর্যাদা অস্থায়ী হয়ে যাবে এবং পর্যালোচনা সাপেক্ষে শরণার্থীদের তাদের নিজ দেশ নিরাপদ বলে বিবেচিত হওয়ার সাথে সাথেই স্বদেশে ফেরত পাঠানো হবে।
* বর্তমান নিয়ম অনুযায়ী, শরণার্থীরা পাঁচ বছর পর অনির্দিষ্টকালের জন্য থাকার আবেদন করতে পারেন এবং নাগরিকত্ব পেতে পারেন।
* নতুন নিয়মে স্থায়ী বসতি স্থাপনের জন্য শরণার্থীদের আবেদন করার জন্য অপেক্ষার সময় ২০ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
* নতুন নিয়মে হোমস ফর ইউক্রেন প্রকল্পের অনুরূপ মডেলে পৃথক শরণার্থীদের নিজের ঘরে এনে রাখার বা স্পনসর করার সুযোগ রাখা হবে।
* নতুন নিয়মে বিচার কাজেও কিছু বাধ্যবাধকতা আরোপ করা হতে পারে।
* ডেনমার্ক ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন সংখ্যক আশ্রয় আবেদন কমিয়ে এনেছে এবং ৯৫ শতাংশ প্রত্যাখ্যাত এসাইলাম আবেদনকারীকে সফলভাবে সরিয়ে দিয়েছে।
* একই সাথে, ডেনমার্ক এখনও ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের স্বাক্ষরকারী দেশ।
* ডেনমার্কের পারিবারিক পুনর্মিলনের কঠোর নিয়মগুলিও খতিয়ে দেখা হচ্ছে যা পরবর্তীতে ব্রিটেনে প্রবর্তন হতে পারে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102