বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন শেখ হাসিনা দেশে থাকলে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকত বর্নাঢ্য আয়োজনে তেতুলিয়ায় ‘চ্যানেল এস টিভির বর্ষপূর্তি উদযাপিত

ঠাকুরগাওয়ে

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাও জেলার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুই ঘন্টাব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সভাপতিত্বে কর্মশালায়  বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শাহীন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেনাজ ফেরদৌসি, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ প্রমুখ।
মাদরাসার মানোন্নয়নে জেলা প্রশাসক ইশরাত ফারজানা মাদরাসা প্রতিষ্ঠান প্রধানদের  স্ব স্ব প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও বেঞ্চসহ অন্যান্য আসবাবপত্রের চাহিদা  লিখিত আকারে পেশ করার আহ্বান জানান। সেই সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরার জন্য প্রতিষ্ঠান প্রধানদের বক্তব্য দিতে আহ্বান জানান।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান ত্বহা, ভেলাজান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ খোরশেদ আলম, দানারহাট আনসারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, লাহিড়ি ফাজিল মাদ্রাসার ফজলে রাব্বি মো নুরুল ইসলাম, গড়েয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শামসুজ্জামান শাহ প্রমুখ।
কর্মশালায় জেলার বিভিন্ন মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে গৃহিত পদক্ষেপ সহ কারিকুলাম কার্যক্রম জোরদার এবং প্রশিক্ষণ বিষয়ে দ্রুত সময়ে পরিকল্পনা বাস্তবায়নে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102