রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ সন্ধ্যায় শ্বাসকষ্ট বেড়ে এবং ফুসফুসে পানি জমে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কিডনি, ফুসফুস, হৃদরোগ, লিভারের জটিলতায় ভুগছেন।
চিকিৎসকরা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন। হাসপাতালে খালেদা জিয়ার পাশে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি রয়েছেন।
নিউজ /এমএসএম