মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ পূর্বাহ্ন

ইংল্যান্ডে মৌলভীবাজার জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের টুর্নামেন্ট অনুষ্ঠিত

সৈয়দ মমশাদ আহমদ
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশন ইউকে’র আয়োজনে প্রথমবারের মতো ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ সেপ্টেস্বর Remoun Reading এ আয়োজিত টুর্নামেন্টে ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। টুর্নামেন্ট কয়েকটি ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের প্রথম খেলায় বিজয়ী হয় পারভেজ (কার্ডিফ) ও জুনায়েদ (লিসেস্টার) জুটি। রানার্স আপ হয় জামিল (লন্ডন) উজ্জল (লন্ডন)। ৩য় স্থান অধিকার করে ইমতিয়াজ (লন্ডন) ও নুমান (লন্ডন) ও ৪র্থ স্থান অধিকার করে কোয়েস (সেন্ট-আলবানস) ও রুহেল (লিসেস্টার)।

টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় বিজয়ী হয় মুজাহিদ (সাউথ্যাম্পটন) ও শুয়েব (লন্ডন) জুটি। রানার্স আপ হয় পারভেজ (ব্রিস্টল) ও দিলওয়ার (লন্ডন)। ৩য় স্থান অধিকার করে শোকাত (সাউথ্যাম্পটন) ও খুকন (লিসেস্টার)।

৪র্থ স্থান অধিকার করে সেলিম (পোর্টসমাউথ) ও সৈয়দ করিম (লন্ডন)। নবীনদের মধ্যে বিজয়ী হয়েছেন মামুন (লিডস) ও পাপ্পু (পোর্টসমাউথ)। পরে বিজয়ীদের মধ্যে প্রাইজমানি ও ট্রফি তুলে দেয়া হয়।

সফলভাবে সম্পন্ন হওয়ায় ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহনকারীদের মৌলভীবাজার জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ধন্যবাদ জানান আয়োজকরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102