শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

প্রবাসীদের এনআইডি নীতিমালা ঠিক করতে বসছেন কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন

প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিষ্পত্তির বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা বা নীতিমালা কী হবে, সে বিষয়ে বৈঠকে বসতে যাচ্ছে এনআইডি কর্তৃপক্ষ।

সোমবার (২১ আগস্ট) বিকেল ৩টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন এনআইডি মহাপরিচালক (গ্রেড-১) এ কে এম হুমায়ুন কবীর। বৈঠকে চট্টগ্রাম অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন ইসি সচিব জাহাংগীর আলম।

বৈঠকের আলোচ্য বিষয় থেকে জানা গেছে, প্রবাসীদের এনআইডি সংক্রান্ত আবেদন নিষ্পত্তির লক্ষ্যে একটি সুষ্পষ্ট নির্দেশনা/নীতিমালা, বিশেষ এলাকায় এনআইডি আবেদনসমূহ নিষ্পত্তির লক্ষ্যে প্রতিমাসের একটি নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট কমিটির সভা সংক্রান্ত; বিশেষ এলাকায় এনআইডি আবেদনসমূহ নিষ্পত্তির লক্ষ্যে আয়োজিত সভার জন্য আলাদা আপ্যায়ন বরাদ্দ প্রদান সংক্রান্ত। এছাড়া বিশেষ এলাকায় এনআইডি আবেদনসমূহ নিষ্পত্তি সংক্রান্ত কমিটির কাঠামো পুনঃপর্যালোচনা।

এছাড়া পার্বত্য এলাকায় এনআইডি কার্যক্রমে ‘ভূমির প্রত্যয়ন’-এর ক্ষেত্রটি শিথিল করা/ ‘ভূমির প্রত্যয়ন’-এর পরিবর্তে অন্য কোনো ডকুমেন্টের প্রচলন নিয়েও আলোচনা হবে।

উপজেলা পর্যায়ে যাচাইয়ের সুযোগ দেওয়া, রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় স্মার্টকার্ড মুদ্রণের ব্যবস্থা; চট্টগ্রাম জেলার অবশিষ্ট ৯টি উপজেলায় স্মার্ট কার্ড প্রিন্টের ব্যবস্থা এবং এনআইডি সংশোধন কার্যক্রমে ক্ষমতা প্রদান সংক্রান্ত এবং বিবিধ বিষয় ঠাঁই পাবে বৈঠকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102