রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন যুক্তরাজ্যের গোয়েন্দারা। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- অরলিন রুসেভ (৪৫), গ্রেট ইয়ারমাউথ (৪১) ও ক্যাট্রিন ইভানোভা (৩১)। তারা সবাই বুলগেরিয়ার নাগরিক। তবে বেশ কয়েক বছর ধরে তারা যুক্তরাজ্যে বসবাস করছেন।
গত ফেব্রুয়ারিতে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় যুক্তরাজ্য থেকে তাদের গ্রেপ্তার করেন মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী গোয়েন্দারা। এরপর থেকে তারা ব্রিটিশ পুলিশ হেফাজতে আছেন। আগামী জানুয়ারি মাসে লন্ডনের ওল্ড বেইলিতে তাদের বিচারের মুখোমুখি করার কথা রয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, তারা তিনজন রাশিয়ার নিরাপত্তা সংস্থার হয়ে কাজ করতেন। এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ, তারা অসৎ উদ্দেশ্যে বিভিন্ন পরিচয়পত্র নিজিদের কাছে রেখেছেন। আর এটা তারা করেছেন সবকিছু জেনে-বোঝে।
তাদের কাছ থেকে উদ্ধারকৃত কাগজপত্রের মধ্যে রয়েছে- যুক্তরাজ্য, বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, গ্রিস ও চেক প্রজাতন্ত্রের পাসপোর্ট, পরিচয়পত্র ও অন্যান্য নথি।
সম্প্রতি রাশিয়া সম্পর্কিত রাষ্ট্রীয় হুমকি ও গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে প্রকাশ্যে কথা বলছেন ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ কর্মকর্তারা।
এর আগে ২০১৮ সালে ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে সোভিয়েত আমলে তৈরি নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগে হত্যার চেষ্টা হয়েছিল। যদিও পরবর্তীতে তারা চিকিৎসা নিয়ে সুস্থ হন।
নিউজ/ যুক্তরাজ্য / কেএলি