সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

প্রাকৃতিক দুর্যোগের কারণে

তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৮৪ এই পর্যন্ত দেখেছেন

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ পেছানো হয়েছে। এসব বোর্ডে এই পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট শুরু হবে।

শুক্রবার আন্তঃশিক্ষা বোর্ডের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

অন্য বোর্ডের পরীক্ষা নির্ধারিত তারিখ অর্থাৎ ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এর আগে, বিকেলের দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, শুধু প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জায়গায় পরীক্ষা স্থগিত করা হবে।

দীপু মনি বলেন, প্রতি বছরই ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটলেও এ বছর আক্রান্তের সংখ্যা বেশি। ডেঙ্গু পরিস্থিতির জন্য এইচএসসির মতো পাবলিক পরীক্ষা স্থগিত করার সুযোগ নেই।

এ বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত ৮ আগস্ট ডা. দীপু মনি বলেন, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট।

এ বছর ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে।

২০২২ সালের চেয়ে এবার ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেড়েছে। সেবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102