ব্রিটেনের বাড়ি ভাড়া এতোটাই বেড়েছে যে ২৮শতাংশ ভাড়াটিয়ার বেতনের পুরোটাই চলে যায় ঘর ভাড়ায়। প্রপার্টি সার্চ পোর্টাল যুপ্লা এই তথ্য দিয়েছে। যুপ্লা আরও জানিয়েছে, যারা বাড়ির মরগেজে দিয়ে নিজেদের বাড়িতে বসবাস করছেন, তাদের বেতনের ২৬ শতাংশ যাচ্ছে মাসিক মরগেজ পরিশোধে।
কার্ডিফে গত এক বছরে ভাড়া বেড়েছে ১০.৪ শতাংশ, ম্যানচেস্টারে বেড়েছে ১৩ শতাংশ। দেশের বড় নগরীগুলোর মধ্যে সবচেয়ে বেশী ভাড়া বেড়েছে স্কটল্যান্ডের এডিনবাড়ায়ঃ ১৩.৭ শতাংশ। দেশের অন্যান্য স্থানের মতো ইয়র্ক নগরীতেও ঘর ভাড়া আকাশচুম্বী।
ঘর ভাড়া বাড়ছে কিন্তু একই হারে মজুরি বাড়ছে না। ফলে গত এক দশকের মধ্যে বর্তমানে মানুষের উপার্জনের অধিকাংশ চলে যাচ্ছে বাড়ি ভাড়ায়। এস্টেট এজেন্ট কারেন জানালেন, এই ঘরের ভাড়া সাড়ে ৯শ পাউন্ড থেকে ১১শ পাউন্ড করা হলেও চোখের পলকে ভাড়া হয়ে হাবে এই ঘর, কারণ একটি ঘরের পেছনে লাইন ধরে আছে অনেক ভাড়াটিয়া।
সেপ্টেম্বর মাস থেকে শিক্ষক হিসেবে নতুন চাকুরী শুরু করতে যাচ্ছেন হেনা। কিন্তু একটা ভাড়া ঘর খুঁজে পেতে তাঁকে অনেক ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
হেনার মতো একই পরিস্থিতিতে আছে আরও অনেকে। এদিকে রাজধানী লন্ডনে ভাড়া ঘরের চাহিদা এতোটাই তীব্র যে, একটি ঘর ভাড়া করতে কয়েক শ’ মানুষের লাইন হতেও দেখা গেছে।
লন্ডনে পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, একজনের চেয়ে আরেকজন বেশী ভাড়া প্রস্তাব করে নিয়ে নিচ্ছেন। বাড়ি কেনার ক্ষেত্রে সাধারণতঃ এই প্রবণতা দেখা গেলে ইদানীং ঘর ভাড়া করার ক্ষেত্রেও এই প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে।
২০১৯ সালের মে মাসের তুলনায় লন্ডনে রুম ভাড়ার বিজ্ঞাপনের হার কমেছে ৪৪শতাংশ। কিন্তু একই সময়ে রুম ভাড়া খুঁজছেন, এমন লোকের হার বেড়েছে ১৭ শতাংশ।
সর্বশেষ প্রকাশিত উপাত্ত বলছে, লন্ডনে প্রতিটি রুমের গড় ভাড়া ৯৮৫ পাউন্ড। অথচ ৪০ শতাংশ মানুষের বেতনই ৯৮৫ পাউন্ড।
নিউজ/ যুক্তরাজ্য / কেএলি