বৃটিশ রাজা তৃতীয় চার্লস এর রাজ্যভিষেক এ যোগ দিতে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ মিলিত হন স্কটিশ পার্লামেন্টের প্রথম বাঙ্গালী সংসদ সদস্য ও ছায়া মন্ত্রী ফয়ছল হোসেন চৌধুরী এমবিই।
ইংল্যান্ডের ক্লারিজহোটেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডঃ মোঃ আবদুল মোমেন এমপি।
সাক্ষাৎকালে ফয়ছল হোসেন চৌধুরী বাংলাদেশ ও বৃটেনের রাজনৈতিক অবস্থা সম্পর্কে সামগ্রিক আলোচনা এর পাশাপশি স্কটল্যান্ড ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরো উন্নত করার লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় এমপি ফয়ছল চৌধুরীর মাধ্যমে স্কটিশ পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপকে বাংলাদেশে সফরের জন্য আমন্ত্রণ জানান।
নিউজ/ যুক্তরাজ্য / কেএলি