পৌরসভার উদ্যোগে নান্দনিক লন্ডন ক্লক টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি রোববার শহরের প্রেসক্লাব মোড়ে নান্দনিক লন্ডন ক্লক টাওয়ার এর উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান।
উদ্বোধনী শেষে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে দুপরে প্রেসক্লাবের প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা অনুষ্ঠানে উপ-সহকারি প্রকৌশলী মো: আমিনুল ইসলামের পরিচালনায় ও পৌরসভার প্যানেল মেয়র মো: নাহিদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো: ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবৈতনিক সাধারণ সম্পাদক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল,মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত ,পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান ইউকে প্রবাসী লন্ডন ক্লক টাওয়ার উদ্যোক্তা জহির মিয়া, প্রবাসী লিয়াকত আলী, পৌরসভার কাউন্সিলার মোঃ মাসুদ প্রমুখ।
এছাড়াও যাদের অথায়নে ও সাবিক তত্ত্বাবধানে লন্ডন ক্লক টাওয়ার নিমিত হয়েছে উপস্থিত ছিলেন প্রবাসী জলিল শাহ,আব্দুল আহাদ চৌধুরী, আশরাফ উদ্দিন, আহমেদ হাসান, ইমানী আহমদ ইরান, ওয়াহিদ মিয়া ,সামছুর রহমান বাবলু,মোহন আহমদ,আব্দুল মুকিদ,এম এ গাফফার (মোক্তার),মোঃ শামিম, বশির খান, মোঃ ছফফুর রহমান কোরাইশী (হিরো), শিহাব আহমদ, আজাদ মিয়া, আব্দুল মোছাব্বির করিম , আশরাফুর রহমান (ফয়েজ), ইউসুফ সবুজ বেগ, মোহাম্মদ শহিদুর রহমান,আশফাকুর রহমান কয়েছ , মোহাম্মদ সায়ফুল সিপু, প্রমুখ।
মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে ৪০ ফুটের উপর লম্বা লন্ডন ক্লক টাওয়ারটি এবং প্রায় ২০ লক্ষ টাকা ব্যায়ে লন্ডন ক্লক টাওয়ার নিমিত হয়েছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার উপ সহকারি প্রকৌশলী মো: আব্দুল মালিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকশি ইকবাল আহমদ, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ,জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ,সহকারী কর আদায়কারী (চলতি দায়িত্ব) আতাউর রহমান, সহকারী লাইসেন্স পরিদর্শকআব্দুল গফ্ফার ,অফিস সহায়ক মোঃ আব্দুল মুকিত.বাজার পরিদর্শক (চলতি দায়িত্ব)আবুল হোসেন তোফায়েল আহমদ, আদায়কারী (বাজার) মুহিবুর রহমান,সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ আব্দুল মালেক,স্বাস্থ্য সহকারী সৈয়দ শাহ্ মঈনুদ্দিন কনজারভেন্সী শাখা মোঃ আব্দুল মতিনসহ কর্মকর্তা কর্মকর্তারা,পৌর এলাকার গন্যমান্য ব্যাক্তির্বগরা উপস্থিত ছিলেন।
লন্ডন ক্লক টাওয়ার উদ্যোক্তা মৌলভীবাজার উপজেলা কনকপুর প্রবাসী লিয়াকত আলী, মৌলভীবাজার সদর উপজেলা বড়কাপন জহির মিয়া । এ লন্ডন ক্লক টাওয়ারটি বাংলাদেশে পর্যবেক্ষণ করেছেন সবসময় সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজ।
যাদের অথায়নে ও সাবিক তত্ত্বাবধানে লন্ডন ক্লক টাওয়ার নির্মিত হয়েছে দাতাদের নামগুলো হচ্ছে :
মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, আশ্রাকাপন গ্রামের প্রবাসী জলিল শাহ, বড়কাপন গ্রামের আব্দুল আহাদ চৌধুরী, খারগাঁও গ্রামের আশরাফ উদ্দিন, নবীনগর গ্রামের আহমেদ হাসান, একাটুনা গ্রামের বশির খান, ইমানী আহমদ ইরান, ওয়াহিদ মিয়া, আব্দুল মোছাব্বির করিম, হালগড় গ্রামের সামছুর রহমান বাবলু, ভাদগাঁও গ্রামের মোহন আহমদ, বালিসহস্র গ্রামের আব্দুল মুকিদ, মোহাম্মদ শহিদুর রহমান, বড়কাপন গ্রামের এম এ গাফফার (মোক্তার), বুদ্ধিমন্তপুর গ্রামের আশফাকুর রহমান কয়েছ, মোঃ শামিম, আশরাফুর রহমান (ফয়েজ), রাজনগর উপজেলার মুসুরিয়া গ্রামের মোঃ ছফফুর রহমান কোরাইশী (হিরো), জগন্নাথপুর গ্রামের শিহাব আহমদ, পৈগাম্বরপুর গ্রামের আজাদ মিয়া, বেকামুড়া গ্রামের ইউসুফ সবুজ বেগ, ভাদগাঁও গ্রামের মোহাম্মদ সায়ফুল সিপু।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমানে বলেন, স্থাপনা একটি জেলা একটি শহরের পরিচিতি হবে দেশ-বিদেশের যেখানেই থাকি না কেন ছবিটি দেখলে আমাদের মৌলভীবাজার কথা মনে পড়বে এ লন্ডন ক্লক টাওয়ারটি ।
তিনি আরও বলেন, মৌলভীবাজার শহরের সৌন্দর্যের প্রতীক লন্ডন ক্লক টাওয়ার শহরের সৌন্দর্য আরও বহু বৃদ্ধি পাবে, পাশাপাশি মৌলভীবাজার শহরকে বিভিন্ন দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছেন। পৌর শহরের ঢুকতেই লন্ডন ক্লক টাওয়ার দূর থেকে চোখে পরবে এই ঘড়ি। প্রবাসী ভাইরা যারা সহযোগিতা করে আসছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানান পৌর মেয়র।
নিউজ /এমএসএম