

স্পোর্টস ডেস্ক: শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে সমতায় ফেরা। অনেকটা সময় ১০ জন নিয়ে লড়াই। একের পর এক প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে দিয়ে খেলা ট্রাইবেকারে নিয়ে যাওয়া। তবে টাইব্রেকারে আর পেরে উঠলেন না সুইজারল্যান্ডের প্লেয়াররা। তাদের স্বপ্ন ভেঙে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠল লুইস এনরিকের দল।শুক্রবার রাশিয়ার সেন্ত পিতার্সবুর্গে কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে থাকে ১-১ সমতায় থাকা ম্যাচ টাইব্রেকারে ৩-১ গোলে জেতে স্পেন।