সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বিশিষ্ট সমাজ সেবক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সংঘঠক মরহুম কবি আবুল বশর আনসারীর ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীর চৌখিদেকিস্থ কবির বাসভবন জেনেত কটেজ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্যে থেকে ভার্চুয়ালী দোয়ায় অংশগ্রহণ করে সকলের নিকট পিতার জন্য দোয়া কামনা করেন মরহুম কবি আবুল বশর আনসারীর বড় মেয়ে লন্ডন টাওয়ার হেমলেটস্ এর সাবেক ডেপুটি স্পিকার ও কাউন্সিলর মাদার জেনেত রহমান।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম কবি আবুল বশর আনসারীর নাতী যুক্তরাজ্য ক্রয়ডন কাউন্সিলর এর সাবেক মেয়র হুমায়ুন কবির, যুক্তরাজ্য কমিউনিটি নেত্রী রাহেনা কবির চৌধুরী, যুক্তরাজ্য কমিউনিটি নেত্রী রুহুন চৌধুরী, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, আবুল মনছুর জুয়েল, সুলতানা আক্তার বানু, মুসলিমা আক্তার বানু, কাজী দিদার মিয়া, মাইশা চৌধুরী, হুমায়রা চৌধুরী সহ স্বানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি