শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

ছাতকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও অপরটিতে বিদ্রোহী প্রার্থীর জয়লাভ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন


সেলিম মাহবুব,ছাতক: উপজেলার গুরুত্বপূর্ণ দু’টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ শে জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দু’টি ইউনিয়নে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। র‍্যাব, পুলিশ, বিজিবি, ডিবি পুলিশের ছিলো কড়া নিরাপত্তার ও নজরদারির মাধ্যমে নির্বাচন অনুষ্টিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কেন্দ্রে কেন্দ্রে ঘুরতে দেখা গেছে।নির্বাচনে ভোটারদের উপস্থিতিও ছিলো লক্ষনীয়। সিলেট বিভাগের মধ্যে প্রথম ধাপের নির্বাচনে ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ দু’ইউনিয়নের নির্বাচনে একটিতে আওয়ামী লীগের প্রার্থী ও অপরটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলার নোয়ারাই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা চশমা প্রতীকে ৫ হাজার ৯০৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফজাল আবেদীন আবুল নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২০৭ ভোট। এদিকে বেসরকারি ফলাফল অনুযায়ী সিংচাপইড় ইউনিয়নে নৌকা প্রতীকে ৫ হাজার ১২১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৬৫১ ভোট পেয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102