শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

ইউক্রেনের শিশুদের নিয়ে যাচ্ছে রাশিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৯৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন অভিযোগ করেছে, তাদের শিশুদের রাশিয়ায় পাচার করা হচ্ছে। রুশ বাহিনী ইউক্রেনের যেসব এলাকা দখল করেছে, সেসব এলাকা থেকে এসব শিশুকে অবৈধভাবে মস্কো পাঠানো হচ্ছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর আরব নিউজের।

কিয়েভের অভিযোগ, দখলকৃত এলাকা থেকে ইউক্রেনীয় শিশুদের দেশটির অন্য কোনো নিরাপদ এলাকায় আসতে দিচ্ছে না রুশ বাহিনী।

তাদের দত্তক দেওয়ার কথা বলে রাশিয়ায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, রুশ অধিকৃত মারিউপোল থেকেই এক হাজারের বেশি ইউক্রেনীয় শিশুকে সাইবেরিয়ার বিভিন্ন এলাকায় রুশ নাগরিকদের দত্তক দেওয়া হয়েছে।

ইউক্রেনের দাবি, এটি জাতিসংঘের জেনেভা কনভেনশনের সরাসরি লঙ্ঘন। শুধু তাই নয়, এটি বড় ধরনের একটি মানবাধিকার পরিপন্থী কাজ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102