সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলা অনুষ্ঠিত বোদা উপজেলা বিএনপির সম্মেলনে আব্দুল মান্নান সভাপতি ও আসাদুল্লাহ আসাদ সম্পাদক নির্বাচিত ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মননা-২০২৫ প্রদান অনুষ্ঠিত বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপিত মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

নিজের শরীরে আগুন দেয়া সেই চিকিৎসকের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন রাজধানীর ওয়ারী হেয়ার স্ট্রিটের বাসায় দগ্ধ হওয়া নারী চিকিৎসক অদিতি সরকার (৩৮)। চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বুধবার (২৯ জুন) সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

স্বামীর প্রতি অভিমানী এই চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, ডা. অদিতির শরীরের ৫০ শতাংশ জায়গা দগ্ধ হয়েছিল। গত শুক্রবার দগ্ধ অদিতিকে হাসপাতালে নেয়া হয়।

অদিতি নিজের গায়ে নিজেই আগুন দিয়েছিলো দাবি করে তার স্বামী মনেষ মণ্ডল ওইদিন জানান, হেয়ার স্ট্রিট ১০ নম্বর বাসার ষষ্ঠ তলার থাকেন তারা। অদিতি মিটফোর্ড হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার ছিলেন। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। আর তিনি নিজে প্রকৌশলী। তাদের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। দীর্ঘদিন ধরে অদিতি শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে বিষণ্নতা ভুগছিলেন। এ ব্যাপারে চিকিৎসাও নিতে বলছিলাম তাকে। তবে তাতে অনীহা দেখাচ্ছিল অদিতি। একে কেন্দ্র করে আমাদের মধ্যে সামান্য ঝগড়াঝাটি হয়।

অদিতির স্বামী আরও বলেন, সেদিন সকালে আমি অফিসে ছিলাম। যখন অনলাইনে একটি সাক্ষাৎকার দিচ্ছিলাম তখন অদিতি বারবার ফোন করছিলেন। ফোন কেটে দেয়ার পরও অদিতি আমার ফোনে কল দিচ্ছিলেন। পরে ফোন রিসিভ করে তার সাথে সামান্য রাগ করে কথা বলি। দুপুরে বাসায় ফিরে জামাকাপড় ছাড়ছিলাম। হঠাৎ পাশের রুমে অদিতির চিৎকার শুনতে পাই। দৌঁড়ে গিয়ে দেখি তার শরীরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে বাথরুমে নিয়ে তার শরীরে পানি ঢালি। এরপর ট্রিপল নাইনের (৯৯৯) মাধ্যমে একটি অ্যাম্বুলেন্স ডেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাই।

মনেষ মণ্ডল দাবি করে বলেন, অদিতি নিজের গায়ে নিজেই আগুন দিতে পারেন। অথবা পাশের রুমে পূজার সময় তার শরীরে আগুন লেগে যেতে পারে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার জানান, ডা.অদিতি নামে এক নারী চিকিৎসক আগুনে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। মৃত্যুর আগে বলে গেছেন, স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজেই নিজের শরীরে আগুন দিয়েছেন তিনি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102