মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

বাবা চলে গেলেন ঐশীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশীর বাবা আবদুল মান্নান আর নেই।  শনিবার দিবাগত রাত ১২টায় তিনি মারা যান। 

আবদুল মান্নানের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে বলে জানা গেছে।

মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষ্যে শনিবার লক্ষ্মীপুর স্টেডিয়ামে গান গাইতে গিয়েছিলেন ঐশী।  সঙ্গে ছিলেন তার মা।  অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার সময় রাজধানীর মহাখালীর বাসা থেকে তার ভাই খবর পাঠান, তাদের বাবার হার্ট অ্যাটাক হয়েছে।  দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

ঐশীর বাবা আবদুল মান্নানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আরেক শিল্পী রেশমী মির্জা।  

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার ফজরের নামাজের পর মহাখালীর আরজতপাড়া জামে মসজিদে ঐশীর বাবার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় জন্মস্থান নোয়াখালীর মাইজদীতে।  সেখানেই তার দাফন কাফন হবে। 

গায়িকা ঐশীর বাবা গত দেড় মাসের মধ্যে দুবার হার্ট অ্যাটাক করেন। তার হার্টে রিং বসানো হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ঐশীর। তার মা নাসিমা আক্তারও গান করতেন। বাবা আবদুল মান্নানও ছিলেন গানপাগল। তাদের চাওয়া ছিল, মেয়ে ঐশী যেন সংগীতশিল্পী হন।

বর্তমানে ঐশী ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজে ইন্টার্ন করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102