সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরী ললিতকলায় বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা শুরু কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাবেক ভিসি আরেফিন সিদ্দিক এর মৃত্যুতে প্রবাসীদের শোক ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মহান আল্লাহ তায়ালা নিজ হাতে রোজাদারকে পুরস্কৃত করবেন হৃদয় উজার করে মানুষের জন‍্য কাজ করতে হবে বাংলাবান্ধা সীমান্তে হত্যা বন্ধে বিজিবির কড়া প্রতিবাদ মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার জেনারেল আব্দুর রবের মৃত্যুতে শোক প্রকাশ যুক্তরাষ্ট্র জেএসডি এর ঊদৌগে পতাকা উত্তোলন দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শিশু ধর্ষণের খবর শুনে মৃত্যুর কোলে বাবা

৩ ব্যায়ামেই নিয়ন্ত্রণে থাকবে থাইরয়েড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: থাইরয়েডের সমস্যা বর্তমানে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সারাবিশ্বে প্রায় ১৫ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভুগছেন। শুধু নারীরাই নন, এই সমস্যায় ভোগেন পুরুষরাও।

অনিয়মিত জীবনযাত্রার এ সমস্যার প্রধান কারণ। একবার থাইরয়েড ধরা পড়লে তা নিয়ন্ত্রণে রাখা বেশ মুশকিল।

থাইরয়েড মানবদেহের অন্যতম এক গুরুত্বপূর্ণ অঙ্গ। গলার কাছে প্রজাপতি আকৃতির এক গ্রন্থি রয়েছে। যাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। এর থেকে একাধিক গুরুত্বপূর্ণ হরমোন নিংসৃত হয়।

থাইরয়েডে কোনো ধরনের সমস্যা হলে এই হরমোন নিঃসরণেও ভারসাম্য বজায় থাকে না। ফলে শরীরে একাধিক রোগের ঝুঁকি বেড়ে যায়।

নিয়মিত চিকিৎসায় যাদের থাইরয়েড নিয়ন্ত্রণে আসছে না তারা ব্যায়াম করতে পারেন। নিয়মিত ব্যায়াম করলে থাইরয়েড নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চিকিৎসা ও খাবারের বিধিনিষেধের পাশাপাশি এই ব্যায়ামগুলো করতে পারেন। এক্ষেত্রে ৩ ব্যায়াম সবচেয়ে কার্যকর। চলুন দেখে নেওয়া যাক সেগুলো-

ভুজঙ্গাসন
প্রথমে উপুড় হয়ে দু’পা জোড়া করে সোজা রেখে শুয়ে পড়ুন। এবার হাতের তালু মেঝের ওপর ভর দিয়ে পাঁজরের দুই পাশে রাখুন। এরপর কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর ওপর ভর দিয়ে শরীরটা ধীরে ধীরে উপরের দিকে তুলুন।

মাথা ঘাড়ের দিকে হেলিয়ে উপরের দিকে তাকান। এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থাকার পর আগের অবস্থায় ফিরে আসুন। প্রতি দিন এই ব্যায়ামটি করুন।

হলাসন
প্রথমে চিৎ হয়ে শুয়ে পড়ুন। এ বার কোমরে ভর দিয়ে পা দু’টি ধীরে ধীরে উপরে তুলুন। পা যেন ৯০ ডিগ্রি কোণে থাকে। হাতের তালুতে চাপ দিয়ে পা দুটিকে মাথার উপর দিয়ে পিছনের দিকে নিয়ে যান। এবার পিঠ ধীরে ধীরে মাটি থেকে এমন ভঙ্গিতে তুলুন যাতে পায়ের আঙুলগুলো মাটি স্পর্শ করে।

এবার বুকের কাছে থুতনি নিয়ে আসুন। হাতের তালুর পিঠ এ ভাবে ধরে রাখতে সাহায্য করে। এই আসনটি প্রায় কিছু ক্ষণ ধরে রাখুন। তার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।

সর্বাঙ্গাসন
হলাসনের মতোই এই আসনটি করার জন্যে প্রথম চিৎ হয়ে শুয়ে পড়ুন। তার পর পিঠের উপর ভর দিয়ে দু’হাতের তালুর সাহায্যে কোমর ও পা দুটি উপরে তুলে ধরুন। এবার কনুই থেকে হাত ভাঁজ করে পিঠটা ছেড়ে দিন তালুর উপর।

কাঁধ, কোমর, পায়ের পাতা যেন এক সরলরেখায় থাকে। বুকের সঙ্গে থুতনি স্পর্শ করে দৃষ্টি স্থির করে সরাসরি পায়ের পাতার দিকে তাকান। কিছু ক্ষণ এই অবস্থায় থাকুন। মিনিট দুয়েক পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102