সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

স্বাস্থ্যকর চিকেন স্টু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: রোজ একঘেয়ে মুরগি রান্না খেতে কার ভালো লাগে? তাছাড়া স্বাস্থ্যের দিকটাওতো খেয়াল রাখা জরুরি। তাই এবার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে মুরগি রান্নায় স্বাদে আনতে পারেন ভিন্নতা। বানিয়ে ফেলতে পারেন ভিন্ন স্বাদের স্বাস্থ্যকর চিকেন স্টু। চলুন জেনে নিই চিকেন স্টু-এর রন্ধন প্রণালী।

উপকরণ

মুরগির মাংস ৫০০ গ্রাম

পেঁয়াজ কুচি ১ কাপ

আদা বাটা ১ টেবিল চামচ

রসুন বাটা ২ টেবিল চামচ

কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ

টমেটো কুচি আধ কাপ

নারকেলের দুধ ১ কাপ

লবণ স্বাদমতো

গোলমরিচ ১ চা চামচ

সাদা তেল ২ টেবিল চামচ

যেভাবে রান্না করবেন

প্রথমে মাংসে লবণ এবং গোলমরিচ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। এবার কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করুন। এরপর আদা, রসুন বাটা ও কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিন।

মশলা থেকে তেল ছেড়ে এলে মাংস দিয়ে নাড়াচাড়া করুন। স্বাদ মতো লবণ দিন এবং টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মিনিট দশেক ঢেকে রাখুন।

কিছুক্ষণ পর ঢাকনা খুলে নারকেল দুধ মিশিয়ে দিন। ঝোল ফুটে উঠলে গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন।

এবার গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন দারুণ স্বাদের এই রেসিপি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102