স্টাফ রিপোর্টার: আন্দোলনের নামে নাশকতা করলে চুল পরিমান ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।
বৃহস্পতিবার সকাল ১০ টায় যাত্রাবাড়ী থানার অন্তর্ভুক্ত ৪৯ নং ওয়ার্ডের ইউনিট আওয়ামী লীগের সন্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল,৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু সহ আরো অনেকে।
আবু আহমেদ মন্নাফী বলেন, আন্দোলন করবেন করেন, কেউ বাধা দিবে না। তবে দাবি আদায়ের আন্দোলন করতে গিয়ে নগরবাসির জানমালের কোনো ক্ষয়ক্ষতি করবেন না। তিনি বলেন, অতিথে বিএনপি- জামায়াত জোট আন্দোলনের নামে বহু কৃষক শ্রমিক সহ অসংখ্য পেশাজীবি মানুষকে হত্যা করেছে। এটাকে আন্দোলন বলে না, জাস্ট নাশকতা।